tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৮ জুন ২০২৪, ১১:৫২ এএম

ঈদের পরে ভোরের আলো ফোটার আগেই গাজায় হামলা, নিহত ১৩


image-817849-1718685229
ছবি: সংগৃহীত

ঈদের দিন পেরিয়ে ভোরের আলো ফোটার আগেই গাজায় হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। এই হামলায় অন্তত ১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।


মঙ্গলবার (১৮ জুন) গাজার মধ্যাঞ্চলের বিভিন্ন শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে আইডিএফ। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, বুরেজি শরণার্থী শিবিরে চালানো এ বিমান হামলায় বিধ্বস্ত হয়েছে একটি আবাসিক ভবন। প্রাণ হারিয়েছেন এক ফিলিস্তিনি। নুসেইরাত শিবিরেও বোমা বর্ষণ করেছে ইসরাইলি সেনারা। সেখানে প্রাণ গেছে অন্তত ১৩ জনের। আহত হয়েছেন বহু ফিলিস্তিনি। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আছেন আরও অনেকে।

এদিকে, দেইর-আল-বালায় বিরতিহীন টহল দিচ্ছে ইসরাইলি কোয়াডকপ্টার ড্রোন। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় চালানো ইসরাইলের হামলায় এ পর্যন্ত প্রাণহানি হয়েছে ৩৭ হাজার ৩৪৭ ফিলিস্তিনির। গুরুতর আহত হয়েছেন ৮৫ হাজারের বেশি মানুষ।

এনএইচ