সীতাকুণ্ডে গঙ্গাস্নানে নেমে দুই শিশুর মৃত্যু
Share on:
চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগরে গঙ্গাস্নান করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৬ জুন) সকাল ১১টার দিকে সাগরে তারা নিখোঁজ হয়। এরপর প্রায় এক ঘণ্টার চেষ্টায় স্থানীয় এলাকাবাসী দুই শিশুকে উদ্ধার করে।
নিহত দুই শিশু হলো, সীতাকুণ্ডের কুমিরার জেলে পাড়া এলাকার অনিল দাশের মেয়ে খুশি দাশ ও একই এলাকার রানা দাশের মেয়ে কিশোরী দাশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে কুমিরা ইউনিয়নের জেলেপাড়ার উদ্যোগে গঙ্গাস্নান দিতে যায় ৬ শতাধিক নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী শিশুরা। যখন তারা গঙ্গাস্নান করতে যায় তখন সমুদ্রে জোয়ার ছিল। গঙ্গাস্নান শেষে ফেরার সময় হুড়াহুড়ি করে সমুদ্র কিনারায় উঠতে গিয়ে পদদলিত হয়ে খুশি দাস ও কিশোরী দাস নিখোঁজ হয়। পরে স্থানীয়রা দীর্ঘ এক ঘণ্টা খোঁজাখুঁজির পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, সকালে গঙ্গাস্নান করতে গিয়ে দুই শিশু নিখোঁজ হয়। এরপর স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদ আলম চৌধুরী বলেন, সমুদ্রের যে জায়গায় দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে, ওই জায়গায় এর আগেও বেশ কয়েকজন লোক মারা গেছে। জায়গাটি খুবই ঝুঁকিপূর্ণ।
এমএইচ