tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ১৬ জানুয়ারী ২০২২, ১৫:৪২ পিএম

নাসিক নির্বাচন: ভোট পড়েছে ৪০ শতাংশ


নাসিক নির্বাচন.jpg

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ( নাসিক) নির্বাচনে ৪ ঘণ্টায় (পৌনে ১২টা পর্যন্ত) ৩৫ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে।


নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ( নাসিক) নির্বাচনে ৪ ঘণ্টায় (পৌনে ১২টা পর্যন্ত) ৩৫ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে।

আজ রোববার (১৬ জানুয়ারি) দুপুরে কেন্দ্র পরিদর্শনের পর এ তথ্য জানান নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

তিনি বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। প্রতিটি ভোটকেন্দ্রে প্রার্থীদের এজেন্ট আছে। নারী ভোটারদের উপস্থিতি বেশি। ভোট গ্রহণ নিয়ে কোনো মেয়র বা কাউন্সিলর প্রার্থী লিখিত বা মৌখিক অভিযোগ করেননি।

মোস্তাইন বিল্লাহ আরও বলেন, নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫ হাজারের বেশি সদস্য নিয়োজিত আছেন। ৩৯ ম্যাজিস্ট্রেট কাজ করছেন। শেষ পযন্ত নির্বাচন সুষ্ঠু হবে, এ আশা করছি।

এর আগে সকাল ৮টা থেকে নাসিক নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি সাধারণ ওয়ার্ড এবং নয়টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ১৮৭টি ভোটকেন্দ্রে এই ভোট হচ্ছে। মোট ভোটার পাঁচ লাখ ১৭ হাজার ৩৫৭।

এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৫৯ হাজার ৮৩৪ এবং নারী ভোটার দুই লাখ ৫৭ হাজার ৫১৯। তৃতীয়লিঙ্গের ভোটার আছেন চারজন। সবকটি কেন্দ্রেই ভোট হবে ইভিএমে।

এইচএন