tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১২ জুন ২০২২, ০৮:৪০ এএম

রুশ হামলায় ইউক্রেনের ৩ যুদ্ধবিমান ভূপাতিত


Ukranian Fighter-2022

ইউক্রেনের মিকোলায়েভে দুটি মিগ-২৯ এবং খারকিভ অঞ্চলে একটি সু-২৫ মোট তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া।


শনিবার (১১ জুন) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও এএফপি। তবে এ ব্যাপারে ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শুক্রবার (১০ জুন) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশে রুশ হামলার আগে যুক্তরাষ্ট্রের সতর্কবাণী ‘শুনতে চাননি’।

বাইডেন লস অ্যাঞ্জেলেসে একটি তহবিল সংগ্রহের সংবর্ধনা অনুষ্ঠানে রুশ হামলার আশঙ্কা সম্পর্কে তার পূর্ব সতর্কতার কথা উল্লেখ করে বলেন, ‘আমি জানি, অনেকেই ভেবেছিল আমি অতিরঞ্জিত করে বলছি। কিন্তু আমি জানতাম যে আমাদের কাছে মূল্যায়নের জন্য ডেটা আছে।’

তিনি বলেন , রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সীমান্তে যেতে চলেছেন এবং এতে কোনো সন্দেহ নেই বলে সতর্ক করা হলেও অনেকের মতো জেলেনস্কি এটি শুনতে চাননি। খবর এএফপি’র।

প্রসঙ্গত, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি পুতিন দেশটির বিরুদ্ধে ‘বিশেষ অভিযান’ ঘোষণা করার আগে, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়ার প্রস্তুতি নিয়ে সতর্কতা বাড়াতে শুরু করে।

সতর্কতাগুলো অবিশ্বাসের সাথে দেখা হয়েছিল এবং এমনকি কিছু ইউরোপীয় মিত্রদের কাছ থেকে এর তীর্যক সমালোচনাও হয়, তারা ওই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে খুব শঙ্কাবাদী বলে মনে করেছিল।

এইচএন