tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ২৫ অক্টোবর ২০২২, ১৯:৪৬ পিএম

অস্ট্রেলিয়াকে ১৫৮ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা


635

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৫৮ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা।


পার্থ স্টেডিয়ামে সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের ব্যাটে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করেছে তারা। জিততে অস্ট্রেলিয়াকে করতে হবে ১৫৮ রান।

ব্যাট করতে নেমে ৬ রানেই কুশাল মেন্ডিসের উইকেট হারায় লঙ্কানরা। সেখান থেকে পাথুম নিসাঙ্কা ও ধনঞ্জয়া ডি সিলভা ৬৯ রানের জুটি গড়ে জবাব দেন। ৭৫ রানের মাথায় ধনঞ্জয়া ফিরেন ২৬ রান করে। দলীয় সংগ্রহ শতরান ছোঁয়ার আগে ফিরেন নিসাঙ্কা। ৪০ রান আসে তার ব্যাট থেকে। এরপর দ্রুত বেশ কয়েকটা উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে সপ্তম উইকেটে চারিথ আসালঙ্কা ও চামিকা করুণারত্নে ৩৭ রানের জুটি গড়ে শ্রীলঙ্কাকে ১৫৭ রানের সংগ্রহ দেন।

আসালঙ্কা ২৫ বলে ৩ চার ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ৩৮ রানে। তার সঙ্গে ৭ বলে ২ চারে ১৪ রানে অপরাজিত থাকেন করুণারত্নে।

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া হেরে গেছে নিউ জিল্যান্ডের কাছে। অন্যদিকে শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ৯ উইকেটের ব্যবধানে।

শ্রীলঙ্কা একাদশ :
কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিশাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, ভানুকা রাজাপাকসে, চারিথ আশালঙ্কা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, বিনুরা ফার্নান্দো, মাহিশ থিকসানা এবং লাহিরু কুমারা।

অস্ট্রেলিয়া একাদশ :
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাশটন অ্যাগার, জশ হ্যাজেলউড।

এন