tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৫৬ পিএম

‘জামায়াত নিয়ে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দেবে আমরা মেনে নেবো’


2

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘জামায়াত একটি জঙ্গি সংগঠন, সেটা দেশের মানুষ জানে।


সুতরাং জামায়াত জাতীয় নির্বাচন করতে পারবে কি না, তাদের নিবন্ধন দেওয়া হবে কি না সেটা সরকারের দেখার বিষয় নয়, নির্বাচন কমিশন দেখবে। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দেবে আমরা মেনে নেবো।’

মন্ত্রী বলেন, ‘সামনের জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে, সেটা দেশের মানুষ জানে। সেই সুষ্ঠু নির্বাচনে যদি দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজের (৫ তলা) প্রশাসনিক কাম মাল্টিপারপাস ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

দেশের ব্যাংকখাত নিয়ে এম এ মান্নান বলেন, ‘দেশে ব্যাংকগুলো থেকে যারা ঋণ নিয়ে পরিশোধ করছেন না তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনের মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সরকার এটার জন্য স্পেশাল কোনও আইন তৈরি করবে না।’

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান, শান্তিগঞ্জ থানার ওসি মোহাম্মদ খালেদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন প্রমুখ।

এবি