কেয়ারি ক্রিসেন্ট’ রেস্টুরেন্ট ভবনে অভিযান, ৩ জন আটক
Share on:
রাজধানীর সাত মসজিদ রোডের কেয়ারি ক্রিসেন্ট ভবনে অভিযানের পর তিন ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ওই ভবনটিতে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে।
সোমবার (৪ মার্চ) বিকেল সাড়ে তিনটায় তাদের আটকের খবর দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। পরে ধানমন্ডি মডেল থানা পুলিশ তাদের হেফাজতে নেয়।
এরআগে এই ভবনে অভিযান চালানো হবে এমন খবরে নোটিশ টানিয়ে বন্ধ করে দেওয়া হয় ভবনটি সব রেস্টুরেন্ট। ভবনের মূল গেটের সামনে ঝুলিয়ে দেওয়া হয় নোটিশ। সেখানে লেখা— ‘সকল চাইনিজ রেস্টুরেন্ট এবং খাবার হোটেল বন্ধ থাকিবে। শুধুমাত্র দ্বিতীয় তলার মার্কেট এবং নিচ তলার দোকানগুলো খোলা থাকবে। আদেশক্রমে কর্তৃপক্ষ।’
পরে সেখানে অভিযান শুরু হয়। এতে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।
সরেজমিনে দেখা যায়, ভবনটির দ্বিতীয় তলা থেকে সব রেস্টুরেন্টে তালা লাগানো। নেই কোনো মানুষজন। কথা বলার জন্য ভবন সংশ্লিষ্টদের ডাকা হলেও তারা কেউ আসেননি। পরে বাধ্য হয়ে সিঁড়ি দিয়ে ওপরে ওঠে অভিযানিক দল। পরে সবগুলো রেস্টুরেন্ট বন্ধ পাওয়া যায়।
এসএম