tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২০ মে ২০২৪, ১২:০০ পিএম

এক ঘণ্টা পর রামপুরার সড়ক ছাড়লেন রিকশাচালকরা


rampura-2_20240520_120321922
রামপুরায় এক ঘণ্টার মতো সড়ক অবরোধ করে রাখেন রিকশাচালকরা।

ব্যাটারিচালিত রিকশা চালুর দাবিতে সকালে এক ঘণ্টা বিক্ষোভ করার পর রামপুরার সড়ক ছেড়েছে চালকরা। ফলে রাজধানীর ব্যস্ততম সড়ক থেকে শুরু করে আশপাশের সব সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।


সোমবার (২০ মে) সকাল ১০টার আগে রামপুরা এলাকায় অবরোধ করে ব্যাটারিচালিত রিকশার চালকরা। ব্যাটারিচালিত রিকশা চালুর দাবিতে তারা নানা ধরনের স্লোগান দেন। এছাড়া ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকার হাজীনগর ব্রিজের ওপরও বিক্ষোভ করেন চালকরা।

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক রামপুরা বন্ধ করে রিকশাচালকরা বিক্ষোভ করায় হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েন। অফিসগামী মানুষের অনেকে হেঁটে গন্তব্যে রওনা হন। বিশেষ করে রামপুরায় অবরোধের কারণে পল্টন ও সায়েদাবাদগামী সব ধরনের যান চলাচল এক ঘণ্টার মতো বন্ধ হয়ে যায়। ঘণ্টাখানেক অবস্থানের পর শ্রমিকরা রামপুরা ছাড়লে আস্তে আস্তে যান চলাচল স্বাভাবিক হয়।

রিকশাচালকদের অবরোধের কারণে রামপুরার আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

রামপুরা ট্রাফিকের এসি বলেন, রামপুরায় এখন গাড়ি চলছে। ঝামেলাটা হয়েছিল রামপুরা কাঁচাবাজারের সামনে। অনেক আগে চালকরা চলে গেছে। এখন সব ক্লিয়ার।

অন্যদিকে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকার হাজীনগর সড়কে সকাল ১০টার আগে থেকে নামে আন্দোলনকারীরা। বেরিকেড দিয়ে সড়ক অবরোধ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ডেমরা ট্রাফিকের এসি মোস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন, রিকশাচালকরা হাজীনগর ব্রিজ এলাকায় বিক্ষোভ করেছে। এখন কিছু লোকজন আছে। বাকিরা চলে গেছে। তবে প্রধান সড়কে আসতে পারেনি।

এনএইচ