আন্তর্জাতিক
প্রকাশনার সময়: ২৪ মার্চ ২০২২, ১০:০৩ এএম
কিয়েভে হামলায় রাশিয়ার সাংবাদিক নিহত
Share on:
ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ হামলায় ওকসানা বাউলিনা নামে রাশিয়ার এক নারী সাংবাদিক নিহত হয়েছেন।
নিহত ওকসানা বাউলিনা রাজধানী কিয়েভ ও পশ্চিমাঞ্চলীয় শহর লিভিভ থেকে ইনভেস্টিগেটিভ ওয়েবসাইট দ্য ইনসাইডারের জন্য রিপোর্ট করছিলেন। খবর বিবিসির।
কিয়েভ শহরের পডিল জেলায় হামলায় ক্ষয়ক্ষতির চিত্রগ্রহণের সময় তিনি মারা যান।
বাউলিনা এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক ও বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির দুর্নীতিবিরোধী ফাউন্ডেশনের হয়ে কাজ করতেন এবং পরে রাশিয়া ছাড়েন।
উল্লেখ্য, গত বছর রুশ কর্তৃপক্ষ নাভালনির এই ফাউন্ডেশনকে অবৈধ ঘোষণা করে চরমপন্থি সংস্থা হিসেবে চিহ্নিত করে। ফলে এর অনেক কর্মী বিদেশে পালিয়ে যেতে বাধ্য হন।
এমআই