ঈদের মধ্যেই গাজায় হামলায় ২৪ ঘণ্টায় ৬৩ ফিলিস্তিনি নিহত
Share on:
মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ বইছে। এর মধ্যে গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৬৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৫ জন।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে।খবর জিও নিউজ ও আনাদোলু এজেন্সির।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছেন খান ইউনিসে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।
নিহতদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে গাজার ফিরাস মার্কেটে।প্রত্যক্ষদর্শীরা এ ঘটনায় ভিডিও প্রকাশ করেছে। আহতদেরকে আহলি আরব হাসপাতালে নেওয়া হয়েছে।
গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৩৩ হাজার ৫৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।আহত হয়েছেন ৭৬ হাজার ৯৪ জন।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি হামলা জোরদার হয়েছে ত্রাণ সরবরাহকারী শ্রমিকদের ওপর।
ফিলিস্তিনে ঈদের দিন ইসমাইল হানিয়েহর তিন ছেলেকে হত্যা করা হয়েছে।হামাসের রাজনৈতিক এই কমান্ডার দাবি করেছেন ইসরাইল তার তিন সন্তান ও চার নাতিকে হত্যা করলেও হামলা প্রথম দিনের মতো জোরদার তাকবে।
এনএইচ