tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
প্রকাশনার সময়: ০২ ডিসেম্বর ২০২১, ১৪:৫০ পিএম

পুনর্বাসন দাবিতে রাজধানীতে হকারদের বিক্ষোভ


হকার্স.jpg

হকাদের পুনর্বাসন, হকার নির্যাতন এবং নির্বিচারে আটক বন্ধের দাবিতে রাজধানীর উত্তরায় বিক্ষোভ করেছেন হকাররা।


হকাদের পুনর্বাসন, হকার নির্যাতন এবং নির্বিচারে আটক বন্ধের দাবিতে রাজধানীর উত্তরায় বিক্ষোভ করেছেন হকাররা।

আজ বৃহস্পতিবার ( ২ ডিসেম্বর) বেলা ১১টায় আজমপুর রবীন্দ্র সরণি থেকে মিছিল নিয়ে তারা রাজলক্ষ্মী বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশ করেন। 

হকার্স.jpg

সমাবেশে বক্তব্য দেন উত্তরা হকার্স লীগের সাধারণ সম্পাদক রাসেল মণ্ডল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বলসহ হকার নেতারা। 

বক্তারা একই রকম তথ্য দিয়ে বলেন, যখন-তখন হকার উচ্ছেদ করা হচ্ছে, হকাররা গরিব মানুষ।

তারা সমিতি থেকে কিস্তিতে টাকা তুলে ফুটপাতে ব্যবসা করে সামান্য যে আয় হয়, তা দিয়ে সংসার চালান। অথচ বিনাকারণে হকারদের আটক করে মামলা দিয়ে চালান দেওয়া হচ্ছে। 

বক্তারা বলেন, হকাররা এ এলাকার ভোটার।  ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, হকার্স লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত এবং যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে এ হকাররাই অগ্রণী ভূমিকা রাখেন।

হকার নেতাদের দাবি, তারা কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নন। কাজ করে জীবিকা নির্বাহ করেন। তাদের উচ্ছেদ এবং জেলজুলুম না করে পুনর্বাসন করা হোক।

এ সময় ঢাকা-১৮ আসনের সাংসদ সদস্য হাবিব হাসান বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে দুদিনের মধ্যে আলোচনা করে হকার পুনর্বাসনসহ বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দিলে হকাররা বিক্ষোভ তুলে নেন।

এইচএন