tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
অর্থনীতি প্রকাশনার সময়: ০২ এপ্রিল ২০২৩, ২০:৪৪ পিএম

পেঁয়াজের দাম কেজিতে ১৫ টাকা কমে এখন ২৫ টাকা


450

দিনাজপুরের হিলি বাজারে দেশি পেঁয়াজের দাম কেজিতে ১৫ টাকা কমেছে। দেশে পেঁয়াজের ফলন ভালো এবং বাজারে আমদানি পর্যাপ্ত হওয়ায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।


শনিবার (১ এপ্রিল) সন্ধ্যায় হিলি বাজার ঘুরে দেখা যায়, পেঁয়াজের দাম কমে যাওয়ায় খুশি ক্রেতা-বিক্রেতারা।

ব্যবসায়ীরা পাবনা থেকে ২২ টাকা দরে পাইকারি ক্রয় করে তা পাইকারি বিক্রি করছেন ২৫ থেকে ২৬ টাকা কেজি দরে। আবার খুচরা ব্যবসায়ীরা তা ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে খুচরা বিক্রি করছেন।

ক্রেতা আজিজার রহমান জানান, রমজানের শুরুতে দাম বেড়ে ২৪ টাকার পেঁয়াজ ৪০ টাকা দরে কিনতে হয়েছিলো। আজ দেখি পেঁয়াজের দাম অনেক কমে গেছে। দেশি পেঁয়াজ ২৮ টাকা দরে খুচরা বাজারে কিনলাম।

হিলি বাজারে পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী ফেরদৌস রহমান জানান, বর্তমান ভারতীয় পেঁয়াজের চাহিদা বাজারে তেমন নেই। দেশি পেঁয়াজের চাহিদা অনেক। আমরা পাবনা থেকে পাইকারি কিনে এখানে পাইকারি বিক্রি করছি। আশা করছি দেশি পেঁয়াজের দাম বাজারে স্বাভাবিক থাকবে।

এন