ইংলিশ চ্যানেলে নৌকাডুবি, যুক্তরাজ্যগামী ৩১ অভিবাসীর মৃত্যু
Share on:
ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যাওয়ার সময় নৌকাডুবে ৩১ অভিবাসীর মৃত্যু হয়েছে।
ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যাওয়ার সময় নৌকাডুবে ৩১ অভিবাসীর মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (২৪ নভেম্বর) ফ্রান্সের বন্দরনগরী কালাইয়ের কাছের একটি চ্যানেল পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।
ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, নৌকাটিতে ৩৪ জন ছিলেন। এদের মধ্যে ৩১ জন মারা গেছেন।
এ ছাড়া ২ জনকে উদ্ধার করা হয়েছে এবং ১ জন এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধারকৃত দুজন এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন
এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ ব্যক্তিকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, যেই চ্যানেলটিতে নৌকাডুবির ঘটনা ঘটেছে সেটা বিশ্বের অন্যতম ব্যস্ত শিপিং লেন। এই চ্যানেলে সব সময় স্রোত বেশি থাকে। অত্যধিক বোঝাই করা ডিঙ্গি নৌকাগুলো ঝুঁকিপূর্ণভাবে এই চ্যানেল পার হয়ে থাকে।
ব্রিটিশ উপকূলে পৌঁছানোর চেষ্টা করার সময় যেকোন মুহূর্তে এসব ডিঙ্গি নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে।
এইচএন