tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০৮ নভেম্বর ২০২৪, ১১:১০ এএম

‘ট্রাম্পের জয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে বড় পরিবর্তন হবে না’


1000025095

রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের বড় কোনো পরিবর্তন হবে না বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।


বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তৌহিদ হোসেন বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমাদের সম্পর্কের বড় কোনো পরিবর্তন হবে এমনটা ভাবা ঠিক হবে না। দুই দেশের মধ্যে সম্পর্ক কোনো বিশেষ দলের ওপর ভিত্তি করে নয়।

উপদেষ্টা বলেন, অনুমান করব না। আমরা প্রথম দুই মাস পর্যবেক্ষণ করব। এরপর আমরা দেখব ট্রাম্প প্রশাসন কী পদক্ষেপ নেয়। এর ভিত্তিতে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করব।

তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোনো দলের ওপর নির্ভর করে না। বাইডেন প্রশাসনের সঙ্গে দুই দেশের সম্পর্কের যেসব দিক নিয়ে আলোচনা হয়েছিল, ট্রাম্পের আগের প্রশাসনের সঙ্গেও সেগুলো আলোচনার বিষয় ছিল।

উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, দেখা যাক। প্রথমে আমরা যোগাযোগ করব এবং তারপরে দেখব কীভাবে আগায়।

এনএইচ