tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ২৪ নভেম্বর ২০২৪, ১৬:১৯ পিএম

সাংবাদিক নূরুল কবিরকে বিমানবন্দরে হয়রানি, জামায়াতের উদ্বেগ


Untitled-1-6742f59356e7e

ইংরেজি দৈনিক নিউজ এজ-এর সম্পাদক বিশিষ্ট সাংবাদিক নূরুল কবির বিমানবন্দরে হয়রানির শিকার হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।


রোববার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

যেখানে বলা হয়- ‌‘ইংরেজি দৈনিক নিউজ এজ-এর সম্পাদক বিশিষ্ট সাংবাদিক নূরুল কবির তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে অভিযোগ করে লিখেছেন যে, তিনি গত ১৮ নভেম্বর একটি মিডিয়া কনফারেন্স-এ যোগ দিতে বিদেশ যাচ্ছিলেন। এ সময় বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে হয়রানি করেছেন। তাকে প্রায় একঘন্টা বসিয়ে রাখা হয়। ফেরার পথেও একই ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

নূরুল কবির দেশের একজন বিশিষ্ট সাংবাদিক ও ইংরেজি দৈনিক নিউ এজ এর সম্পাদক। তার মত একজন সিনিয়র নাগরিককে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ হয়রানি করায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। বিষয়টির সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে আর যেন কাউকে বিমানবন্দরে হয়রানির শিকার না হতে হয় সেজন্যও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’

প্রেস বিজ্ঞপ্তি