tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ২৯ জানুয়ারী ২০২২, ১৯:৪৮ পিএম

ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ


ভারত-বাংলাদেশ.jpg

আজ শনিবার ( ২৯ জানুয়ারি) আবারও প্রতিপক্ষ ভারত, তবে এবার ফাইনালে নয় কোয়ার্টার ফাইনালে। বলা যায় ফাইনালের আগে আরেকটা অলিখিত ফাইনাল দেখবে বিশ্ব।


ভারতের যুবাদের বিপক্ষে আবার ইতিহাস গড়ার পথে এগিয়ে যেতে মাঠে নেমেছে বাংলাদেশ।

২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে এই ভারতকে হারিয়ে প্রথমবার বিশ্বজয়ের ইতিহাসে নাম লেখায় টাইগার যুবারা।

আজ শনিবার ( ২৯ জানুয়ারি) আবারও প্রতিপক্ষ ভারত, তবে এবার ফাইনালে নয় কোয়ার্টার ফাইনালে। বলা যায় ফাইনালের আগে আরেকটা অলিখিত ফাইনাল দেখবে বিশ্ব।

আসরের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে এন্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে ব্যাট করার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

গ্রুপ পর্বে ৩ ম্যাচের দুটিতে জয় পেয়েছিল টাইগার যুবারা। ভারত তিন ম্যাচের সব ম্যাচেই জিতে এসেছে কোয়ার্টার ফাইনালে।

দুই দলের শেষ পাঁচ বারের দেখায় একটি জয় পেয়েছিল বাংলাদেশ, ৩টি জিতে ভারত। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে টাইগার অধিনায়ক রাকিবুল ইসলাম বলেছেন, ‘‘শেষ দুই ম্যাচ জিতে দলের মধ্যে আত্মবিশ্বাসও আছে।

দলের ব্যাটসম্যান ও বোলাররা ভালো করেছে। চেষ্টা করবো মাঠে আমাদের স্কিল শতভাগ বাস্তবায়ন করার। ওদের সাথে ফিয়ারলেস ও পজিটিভ ক্রিকেট খেলবো, যাতে আমরা ভালো একটা ফল নিয়ে বের হয়ে যেতে পারি।

ভারতের সাথে আগেও আমাদের বেশ কিছু ম্যাচ খেলা হয়েছে। ওদের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে জানা আছে। আমরা ফলের চিন্তা করছি না। আমরা পজিটিভ, ফিয়ারলেস ক্রিকেট খেলার চেষ্টা করবো।”

ভারত অনূর্ধ্ব-১৯ একাদশ:

এ রঘুবংশী, হারনুর সিং, এসকে রশিদ, ওয়াইভি ডুল (অধিনায়ক), আরএ বাওয়া, সিদ্ধার্থ যাদব, কেএস তাম্বে, ডিবি বানা (উইকেট রক্ষক), আরএস হাঙ্গগেকার, ভিকে অসওয়াল, আর রবি কুমার।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ:

মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন, প্রান্তিক নওরোজ নাবিল, আইচ মোল্লা, মোঃ ফাহিম (উইকেট রক্ষক), আরিফুল ইসলাম, এস এম মেহেরব, আশিকুর জামান, তানজিম হাসান সাকিব, রকিবুল হাসান (অধিনায়ক), রিপন মণ্ডল।

এইচএন