tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ৩১ মে ২০২৪, ২১:০৫ পিএম

জামায়াত কর্মী মানেই সমাজ কর্মী এ কথার বাস্তব প্রতিফলন ঘটাতে হবে : মোবারক হোসাইন


Jhenaidah_31_05_2024

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন বলেছেন, “জামায়াত কর্মী মানেই সমাজ কর্মী- সমাজে এ কথার বাস্তব প্রতিফলন ঘটাতে হবে। স্বপ্রণোদিত হয়ে সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়াতে হবে।


শুক্রবার (৩১ মে) ঝিনাইদহ জেলা জামায়াত আয়োজিত জেলা আমীর অধ্যাপক আলী আজম মোঃ আবু বকরের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল-এর সঞ্চালনায় ওয়ার্ড আমীর/সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ যেন সর্বাগ্রে জামায়াত কর্মীদের কাছে পায় তা নিশ্চিত করতে হবে। দেশের মানুষ সুবিচার পায় না। ন্যায় বিচার থেকে বঞ্চিত নির্যাতিত-নিষ্পেষিত মানুষগুলো ন্যায় বিচার পাবার আশায় দিগি¦দিক ছুটতে থাকে। আমরা যদি তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে পারি, তবে সেটি হবে ইসলাম ও ইসলামী আন্দোলনের বাস্তব দাওয়াত। এ মানুষগুলো আপনাকে কখনো ভুলবে না বরং অন্তর থেকে দোয়া করবে। তারা হবে ইসলামী আন্দোলনের সহায়ক শক্তি। এ লক্ষ্য অর্জনে আমাদেরকে বিচার-শালিসে মুখ্য ভূমিকা পালনের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী এদেশে ইসলামী সমাজ বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছে। একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য একদল সৎ, আল্লাহভীরু, দক্ষ ও যোগ্য লোক প্রয়োজন। জামায়াতে ইসলামী কুরআন-সুন্নাহ ভিত্তিক এবং আধুনিক প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণের মাধ্যমে দেশের প্রতিটি মানুষকে দেশপ্রেমিক, যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাস্তবমুখী নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। দেশ গঠনে সৎ ও যোগ্য লোকের কোনো বিকল্প নেই। জামায়াতে ইসলামী সেই কাজটিই করে যাচ্ছে। তাই দেশের প্রতিটি নাগরিকের উচিত জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালী করা।”

সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মতিয়ার রহমান। জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল হাই, সাংগঠনিক সেক্রেটারি জনাব আব্দুল আলীম, উপজেলা আমীর বাবুল হোসেন, মতিয়ার রহমান, এ এস এম মতিউর রহমানসহ জেলার সকল উপজেলা থেকে আগত ওয়ার্ড আমীর ও সভাপতিগণ সম্মেলনে উপস্থিত ছিলেন।

প্রেসবিজ্ঞপ্তি//এমএইচ