tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ১৮ জুন ২০২৪, ১৪:৫০ পিএম

বাস প্রাইভেটকার ও অটোরিকশার ত্রিমুখি সংঘর্ষ, নিহত ২


image-817880-1718700603

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস, প্রাইভেটকার ও ব্যাটারিচালিত অটোরিকশা ত্রিমুখি সংঘর্ষ হয়েছে। এতে অটোচালকসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন প্রায় ১০জন যাত্রী।


মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত অটোরিকশার চালক মুকসুদপুর উপজেলার মোল্লাদী গ্রামের শুকুর আলীর ছেলে রাজিব শেখ (২২) এবং একই গ্রামের মৃত. কুটি মিয়া শেখের ছেলে শাহেব আলী শেখ (৫০) ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার চরপ্রসন্নদী নামক স্থানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ও বরিশালগামী প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ হয়। পরে অপর দিক থেকে আসা টেকেরহাটগামী যাত্রীবাহী অটোরিকশার সঙ্গেও সংঘর্ষ হয়েছে। এসময় প্রাইভেটকারের সমুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। বাস ও অটোরিকশাটি রাস্তার খাদে পড়ে যায় । এতে প্রায় ১০জন আহত হন । আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে রাজিব শেখকে মৃত ঘোষণা করা হয় । পরে গুরুতর আহত জান্নাতী (১০), সাবিহা (১) ও শাহেব আলী শেখকে (৫০) ফরিদপুর মেডিকেলে নেওয়ার পথে শাহেব মারা যান।

ভাংগা হাইওয়ে থানার ওসি খায়রুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এনএইচ