বিশ্বকাপ বাছাই পর্ব : সেমিফাইনালে বাঘিনীরা
Share on:
বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে বড় জয় তুলে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এদিন বিশ্বকাপ বাছাইয়ে স্কটল্যান্ড নারী দলকে ৬ উইকেটে হারিয়েছে বাংলার বাঘিনীরা।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় আবুধাবিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৭৭ রানে অলআউট হয় স্কটল্যান্ড নারী দল।
স্বল্প পুঁজির লক্ষ্যমাত্রাকে তাড়া করতে নেমে ৭ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় জ্যোতিরা। বাংলাদেশের পক্ষে ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন সোহেলী আক্তার।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ১৩ রানে আলিসা লিস্টারকে বোল্ড করেন সানজিদা আক্তার মেঘলা। এরপর আর সেভাবে ঘুরে দাঁড়াতে পারেনি স্কটল্যান্ড। মাঝে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সারাহ ব্রেস ও লরনা জ্যাক।
২৩ বলে ১৪ রান করে সোহেলী আক্তারের বলে বোল্ড হন সারাহ। আর লরনা ২৩ বলে ২২ রান করে শিকার হন নাহিদা আক্তারের। দুই উইকেট নেন নাহিদা, এছাড়া এক উইকেট করে পেয়েছেন সালমা খাতুন ও মেঘলা।
জবাব দিতে নেমে সহজেই লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলে বাংলাদেশ দল। যদিও শুরুতে ৭ বলে ৭ রান করে উদ্বোধনী ব্যাটার শামীমা সুলতানা ফিরে যান। এরপর অধিনায়ক জ্যোতিকে নিয়ে ৩৮ রানে জুটি গড়েন মুর্শিদা খাতুনের।
এরপর মুর্শিদা (১৫) করে বিদায় নিলেও দল জিতিয়ে মাঠ ছাড়ার সুযোগ ছিল জ্যোতির। তবে জয় থেকে মাত্র ৮ রান দূরে থাকা অবস্থায় ফেরেন জ্যোতি, ব্যক্তিগত সর্বোচ্চ ৪৩ বলে ৫ চারে ৩৪ রান করে। ৪২ বল হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগ্রেসরা।
প্রসঙ্গত, বাছাই পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
এন