তুরস্ক পশ্চিমাদের দিকে ঝুঁকলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে: পুতিন
Share on:
গাজায় ইসরাইলের যুদ্ধে আঙ্কারার অবস্থানকে স্বাগত জানানোর পাশাপাশি পশ্চিমাদের বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৃহস্পতিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে একটি অর্থনৈতিক শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট এসব কথা বলেন। খবর ডেইলি সাবাহর।
বুধবার পারমাণবিক শক্তিতে তুরস্কের সঙ্গে অংশীদারিত্ব এবং গাজায় ইসরাইলের যুদ্ধের বিষয়ে আঙ্কারার অবস্থানকে স্বাগত জানিয়ে পুতিন বলেন, তুরস্ক কর্তৃপক্ষ আর্থিক সহায়তার জন্য পশ্চিমাদের দিকে ঝুঁকলে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
তিনি বলেন, তৃতীয় বছরে প্রবেশ করেছে রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ। ধন্যবাদ যে এ সময় তুরস্ক নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখতে পেরেছে।
তুরস্ক এবং রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্কের বিষয় উল্লেখ করে পুতিন আরও বলেন, দক্ষিণ মেরসিন প্রদেশে তুরস্কের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আক্কুয়ু নির্মাণের কাজ সময়সূচি অনুযায়ী এগিয়ে চলেছে।
এরদোগানের উদ্দেশ্যে রুশ প্রেসিডেন্ট বলেন, এমন কিছু আছে যা আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। ইউক্রেন তুরস্কের গ্যাস বহনকারী পাইপলাইনে আঘাত হানার চেষ্টা করেছে। অনুগ্রহ করে আমার বন্ধু প্রেসিডেন্ট এরদোগানকে এই বিষয়টি সম্পর্কে জানান।
এসএম