tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ১৮ মে ২০২২, ১১:১১ এএম

বাংলাদেশ-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে নিউজিল্যান্ড


Wiliamson-Babar-Mahmudullah-2022

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ দলের।


এছাড়া অস্ট্রেলিয়ার অ্যাডিলেইডে ক্যাম্প করবে টাইগাররা। সেখানের স্থানীয় রেডব্যাকস দলের সঙ্গেও খেলবে অনুশীলন ম্যাচ।

মঙ্গলবার ( ১৭ মে ) বিকেলে চট্টগ্রাম টেস্টের খেলা চলাকালীন সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে এ কথা জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে আরেক দল হতে পারে পাকিস্তান। তবে এখনও চূড়ান্ত নয়।

বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রস্তুতির কোনো ঘাটতি হবে না বলেই মনে করেন জালাল, ‘আপনারা এরই মধ্যে জেনে গেছেন, আমরা ১৬টির বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলবো। এটি যথেষ্ট। আমাদের এখনই এর জন্য আলাদা ক্যাম্প লাগছে না। কারণ আমরা খেলার মধ্যেই আছি।’

তবে বিশ্বকাপ শুরুর আগে দিয়ে প্রস্তুতির আলাদা পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা যেটা করছি যে, অ্যাডিলেইডে একটা ক্যাম্প করবো। সেখানে আমরা রেডব্যাকস দলের সঙ্গে অনুশীলন ম্যাচ করবো। অ্যাডিলেইডে ৭-৮ দিন অনুশীলন করে চলে যাবো নিউজিল্যান্ড।’

জালাল আরও যোগ করেন, ‘আগামী ৬ বা ৭ অক্টোবর আমরা নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবো। সেটি খুব সম্ভবত ক্রাইস্টচার্চে হবে। আরেক দল এখনও ফাইনাল হয়নি। তবে পাকিস্তান হওয়ার সম্ভাবনা বেশি। অন্তত চারটি ম্যাচ হবে সেখানে।’

এইচএন