tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
গণমাধ্যম প্রকাশনার সময়: ২৭ মে ২০২২, ২০:২৭ পিএম

ছাঁটাই হচ্ছে বিবিসি’র ১০০০ কর্মী


FB_IMG_16536615231536240

প্রচলিত সম্প্রচার মাধ্যম থেকে ডিজিটাল মাধ্যমে রূপান্তর করতে এবং আর্থিক সংকট মোকাবেলার তাগিদে এক হাজার কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন-বিবিসি। বৃহস্পতিবার সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।


বিবিসি বলেছে, ‘ডিজিটালি-ফাস্ট পাবলিক সার্ভিস মিডিয়া সংস্থা গঠনের’ লক্ষ্যে তারা ‘আধুনিক বিশ্বের সাথে ধাপে ধাপে তাদের পদক্ষেপের পরিবর্তন আনবে। শ্রোতাদের কাছে তাদের পছন্দের বিষয়বস্তু তুলে ধরবে, তারা যেভাবে এটি চায় সেভাবে।’

বিবিসি ওয়াল্ড’কে যুক্তরাষ্ট্র ও বহির্বিশ্বে ২৪ ঘণ্টার চমৎকার একটি একক নিউজ চ্যানেল হিসেবে গড়ে তোলা হবে।

বিশ্বের বিভিন্ন ভাষার সার্ভিসগুলোকে একটি একক ডিজিটাল ওয়ার্ল্ড সার্ভিসে পরিণত করার ফলে শিশুদের চ্যানেল সিবিবিসি, বিবিসি ফোর ও রেডিও ফোর এক্সট্রাসহ সবগুলো চ্যানেলের প্রচলিত ধাঁচের সম্প্রচার বন্ধ হয়ে যাবে।

বিবিসি’র মহাপরিচালক টিম ডেভি বৃহস্পতিবার বিবিসি কর্মীদের সামনে দেয়া এক ব্ক্তব্যে ‘একটি সজীব, নতুন ও বিশ্ববিস্তৃত ডিজিটাল মিডিয়া সংস্থা’য় রূপান্তরের উল্লেখ করে বলেছেন, এটি আগে কখনো দেখা যায়নি।

তিনি কর্মীদের বলেন, ‘রূপান্তর প্রক্রিয়া দ্রুততর করতে হবে এবং আমাদের চারপাশের বাজারে বড় বড় পরিবর্তনগুলোকে ধারণ করতে হবে।’তিনি কর্মীদের বলেন, ‘রূপান্তর প্রক্রিয়া দ্রুততর করতে হবে এবং আমাদের চারপাশের বাজারে বড় বড় পরিবর্তনগুলোকে ধারণ করতে হবে।’

তার মতে, কর্মী ছাঁটাইসহ প্রথম পর্যায়ের পরিবর্তনগুলো আনার ফলে এক বছরে সংস্থাটির ৬৩০ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হবে।সূত্র : বাসসতার মতে, কর্মী ছাঁটাইসহ প্রথম পর্যায়ের পরিবর্তনগুলো আনার ফলে এক বছরে সংস্থাটির ৬৩০ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হবে।সূত্র : বাসস

এমআই