tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৬ নভেম্বর ২০২৪, ০৯:০৮ এএম

মহাকাশ থেকে ভোট দিলেন নভোচারীরা


us_elec_20241106_090324899

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মহাকাশ থেকে ভোট দিয়েছেন কয়েকজন নভোচারী।


আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে আগাম ভোট দেন নভোচারী দেনবাচ উইলমোর, সুনি উইলিয়ামস ও ডন পেটিট।

নির্বাচন নিয়ে কাজ করা টেক্সাসের হ্যারিস কাউন্টি ক্লার্ক অব কোর্ট এ তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।

নাসার এসব নভোচারীরা নির্বাচনের দিনে নিজেদের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। এতে দেখা যায়, তারা জাতীয় পতাকা রঙের মোজা পরা অবস্থায় রয়েছেন। এটি তাদের নির্বাচনী আবহের প্রতি সমর্থন প্রকাশের একটি উপায়।

যেভাবে সাধারণত মহাকাশ স্টেশন এবং মিশন কন্ট্রোলের মধ্যে তথ্য স্থানান্তরিত হয়, সেভাবেই মহাকাশে দেওয়া ভোটগুলো পৃথিবীতে পাঠানো হয়েছে।

গত ১৩ সেপ্টেম্বর মহাকাশ স্টেশন থেকে উইলিয়ামস সাংবাদিকদের বলেছিলেন, এটি আমাদের নাগরিক হিসেবে একটি খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং আমি মহাকাশ থেকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, যা সত্যিই দারুণ।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে দেশটির ৫০টি অঙ্গরাজ্যে। জাতীয় এ ভোট পরবর্তী প্রেসিডেন্টের পাশাপাশি প্রতিনিধি সভা ও সিনেটও নির্ধারণ করবে।

উল্লেখ্য, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে এবার স্মরণকালের সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটযুদ্ধ হচ্ছে। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এর মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন হয় অন্তত ২৭০টি ভোট।

এনএইচ