tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৫ অগাস্ট ২০২২, ০৮:৪৫ এএম

যুক্তরাষ্ট্র শান্তি বিনষ্ট করার চেষ্টা করছে : রাশিয়া


20220825_081009

বৈশ্বিক আধিপত্য বজায় রাখার জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার শান্তি বিনষ্ট করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। বুধবার উজবেকিস্তানে একটি সম্মেলনে এমন দাবি করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু।


তিনি জানিয়েছেন, চীন ও তাইওয়ানের মধ্যে দ্বন্দ্ব উসকে দিচ্ছে যুক্তরাষ্ট্র।

এ ব্যাপারে সের্গেই সোইগু বলেন,  এ অঞ্চলের দেশগুলোকে ন্যাটোর সঙ্গে যুক্ত করা হচ্ছে। ইউরোপের পর, চীনকে আটকাতে এ অঞ্চলে একটি সামরিক জোট গঠন করা হচ্ছে। কথিত তাইওয়ান সমস্যা ইচ্ছে করে খারাপ করা হচ্ছে এবং দক্ষিণ চীন এবং পূর্ব চীন সাগরে আঞ্চলিক দ্বন্দ্ব তৈরি করা হচ্ছে।

রুশ প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, এ অঞ্চলের স্থিতিশীলতা এবং শান্তি বজায় রাখা যাবে শুধুমাত্র আসিয়ান অঞ্চলের সবগুলো দেশের স্বার্থ রক্ষার মাধ্যমে।

এদিকে গত কয়েকদিনে তাইওয়ানে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সফরকে ঘিরে তাইওয়ান-চীনের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এরপরই যুক্তরাষ্ট্র নিয়ে এমন মন্তব্য করলেন সের্গেই সোইগু। সূত্র: তাস নিউজ

এমআই