এ বছরের শেষে খেরসন পুনর্দখলের পরিকল্পনা ইউক্রেনের
Share on:
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন জানিয়েছে, এ বছরের শেষে খেরসন পুনর্দখল করার পরিকল্পনা সাজিয়েছে ইউক্রেনের সেনারা।
গত সপ্তাহে দক্ষিণ দিকের অঞ্চলগুলোতে নিজেদের বহুল কাঙ্খিত পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন। এরমধ্যে কিছু জায়গায় সাফল্য পেয়েছে তারা।
রাশিয়ার রসদ পরিবহণে হামলা চালিয়ে ইউক্রেনের সেনাদের সাফল্য পাওয়ার ব্যাপারটি প্রত্যক্ষ করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনীয় সেনাদের লক্ষ্য হলো দিনিপ্রো নদীর পূর্ব দিকে থাকা রুশ সেনাদের অবরুদ্ধ করে ফেলা
ইউক্রেনের একজন কর্মকর্তা জানিয়েছেন, তাদের লক্ষ্য হলো পুরো খেরসন দখল করা। সঙ্গে তারা নোভা খাকোভকাও পুনর্দখল করতে চায়। কারণ সেখানে রয়েছে একটি হাইড্রোইলেকট্রিক পাওয়ার স্টেশন ও খাল যেটি দিয়ে ক্রিমিয়ার নিরাপদ পানি সরবরাহ করা হয়।
একই সময়ে ইউক্রেনের সেনারা পূর্ব দিকেও পাল্টা আক্রমণ চালাচ্ছে যেন রুশ কমান্ডাররা এদিক দিয়ে কোনো সেনাকে দক্ষিণ দিকে না নিয়ে আসতে পারে এটি নিশ্চিত করতেই পূর্ব দিকে হামলা চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা।
ওই কর্মকর্তা বলেছেন, এ বছরের শেষে খেরসন পুনর্দখল করা হয়ত স্বপ্নের মতো; কিন্তু অসম্ভব না।
এমআই