tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২০ পিএম

ভোট বর্জন করে প্রশ্নের মুখে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী


foreighn-minister-1

নির্বাচন বর্জন করে কর্মীদের প্রশ্নের মুখে পড়েছে বিএনপি নেতারা, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।


বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চাপিয়ে দেয়া সিদ্ধান্তের কারণেই দলটি নির্বাচন বর্জন করেছিল। নির্বাচন বর্জন করে এখন দলটির শীর্ষ নেতারা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন।

বিএনপি ইসরায়েলি বাহিনীর অনুকরণে হাসপাতালে হামলা চালিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আরও বলেছেন, জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে বিশ্ব চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে বৈঠকেও একই কথা বলেন তিনি।

এছাড়া, আগামী মাসে ওআইসিতে মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিয়ে যুদ্ধ বন্ধের বার্তা তুলে ধরা হবে বলেও জানান তিনি।

এসএম