tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৪ এপ্রিল ২০২৪, ১৫:৫৭ পিএম

ইরান-ইসরাইল উত্তেজনায় সৌদির অবস্থান কী?


image-794727-1713085478

ইসরাইল-হামার যুদ্ধের মধ্যেই মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে আরেক উত্তেজনা। গতকাল তেলআবিবে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য এখন কুরুক্ষেত্রে পরিণত হয়েছে।


এমতাবস্থায় মধ্যপ্রাচ্যের শক্তিশালী অর্থনীতির দেশ সেৌদি আরবের অবস্থান কোন দিকে সেটি জানার আগ্রহ রয়েছে বিশ্ববাসীর।

ইরান ইসরাইল সংঘাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সেৌদি। এই সংঘাতের মধ্য দিয়ে এই অঞ্চলে সামরিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। খবর আল আরাবিয়্যার।

ইরানের হামলার পর সেৌদি রাজতন্ত্রের পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে রোববার একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।এই সংঘাত বাড়লে এই অঞ্চলে যে গুরুতর পরিস্থিতি সৃষ্টি হবে সেটি উঠে এসেছে এই বিবৃতিতে।

আরব দেশটি সব পক্ষতে সংযত থাকার আহ্বান জানিয়েছে।যুদ্ধে ভয়াবহততা এড়িয়ে চলতে এবং এই অঞ্চলের লোকজনের সুরক্ষায় সব পক্ষকে নিবৃত থাকার আহ্বান জানিয়েছে।

ইরান ইসরাইল সংঘাত যাতে বিস্তার লাভ না করে সেজন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ কামনা করেছে সেৌদি আরব। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার্থে আন্তর্জাতিক এই সংস্থাটির ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়েছে সেৌদি।

উত্তেজনার আরও ছড়িয়ে পড়লে এই পরিণতি কী হবে সে বিষয়ে সতর্ক করেছে আরব।

এসএম