গণহত্যা চালাচ্ছে ইউক্রেন: পুতিন
Share on:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলের যুদ্ধকে গণহত্যা বলে মনে হচ্ছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন নিয়ে দিনদিন কঠোর সমালোচনা করছেন। এবার তিনি বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলের যুদ্ধকে গণহত্যা বলে মনে হচ্ছে।
আজ শুক্রবার (১০ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়া সমর্থিত বিদ্রোহীরা ২০১৪ সাল থেকে ডনবাস অঞ্চলে ইউক্রেনের সেনাদের সঙ্গে লড়াই করছে।
রাশিয়া সীমান্তে সেনা মোতায়েন করায় উত্তেজনা বাড়ছে। রাশিয়া ইউক্রেন আক্রমণের পরিকল্পনা করছে বলে আশঙ্কা রয়েছে।
রাশিয়ার সীমানার বাইরে রুশ ভাষাভাষীদের বিরুদ্ধে বৈষম্যের সমস্যা সমাধানের বিষয়ে কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট।
এদের অনেকেই পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে বাস করেন।
পুতিন বলেন, ডনবাসে কী হচ্ছে তা আমরা দেখছি এবং জানি। এটা অবশ্যই গণহত্যা বলে মনে হচ্ছে।
এইচএন