ঢাকার তাপমাত্রা কমেছে ৪ ডিগ্রি, সৈয়দপুরে ৩৯
Share on:
একদিনের ব্যবধানে রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা কমেছে ৪ ডিগ্রি সেলসিয়াস। তাতে কিছুটা স্বস্তি মিলেছে রাজধানীবাসীর।
তবে ঢাকার তাপমাত্রা কমলেও একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা আগের দিনের তুলনায় বেড়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
এদিন, ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের সৈয়দপুরে, ৩৯ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নেত্রকোনা ও আশুগঞ্জে, ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে ঢাকার তাপমাত্রা ছিল ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রামে সর্বোচ্চ ৯২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢাকায় হয়েছে ৭ মিলিমিটার বৃষ্টি।
এদিকে, আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় কিছু কিছু এলাকায় থেকে তাপপ্রবাহ প্রশমিত হওয়ার আভাসও দিয়েছে সংস্থাটি।
এনএইচ