tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১৮ ডিসেম্বর ২০২৩, ১৮:২০ পিএম

বাংলাদেশ-ভারতের মধ্যে নৌ সচিব পর্যায়ের সভা মঙ্গলবার


বাভা

বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌ সচিব পর্যায়ের সভা মঙ্গলবার ও বুধবার (১৯ ও ২০ ডিসেম্বর) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে।


সোমবার (১৮ ডিসেম্বর) নৌ পরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌ সচিব পর্যায়ের সভা, প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড (পিআইডব্লিউটি অ্যান্ড টি) এর অধীন স্ট্যান্ডিং কমিটির সভা এবং ইন্টার গভার্নমেন্টাল কমিটির (আইজিসি) সভা ১৯ ও ২০ ডিসেম্বর ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হবে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল এবং ভারতের পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ মন্ত্রণালয়ের সচিব টি কে রমাচন্দ্রন (নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেবেন।

বাংলাদেশের পক্ষে এ সভাগুলোতে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে ৩১ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল গঠন করা হয়েছে।

ভারত ইতোমধ্যে এ সভায় অংশগ্রহণের জন্য ২৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের তালিকা দিয়েছে বলে জানিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়।

এসএম