নাট্যকার শাহ আলম নূর’র ইন্তেকালে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের শোক
Share on:
দেশে সুস্থ ধারার সাংস্কৃতিক আন্দোলনের অগ্রপথিক, নাট্য-চলচ্চিত্র সংসদ সভাপতি, বরণ্যে নাট্যকার ও সাংবাদিক শাহ আলম নূর এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
নেতৃবৃন্দ এক যৌথ শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তার নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং নিজ পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আমীন।
মরহুম শাহ আলম নূর আজ ২ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার সকাল ৬-০০ টায় রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে পরিবার পরিজন সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম শাহ আলম নূর এর জানাজা আজ জুমআর নামাজের পরে খিলগাঁও বটতলা জামে মসজিদে অনুষ্ঠিত হয় এবং দাফন খিলগাঁও তালতলা সিটি করপোরেশন কবরস্থানে সম্পন্ন হয়।
জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসাইন সহ বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। শোক বার্তা
এমআই