tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৬ সেপ্টেম্বর ২০২২, ১২:২৫ পিএম

ফিলিপাইনে টাইফুনের আঘাতে নিহত ৫


0752

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে ক্যাটাগরি ফাইভ সুপার টাইফুন নোরুর আঘাতে পাঁচজনের মৃত্যু হয়েছে।


এ ছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বিদ্যুতের খুঁটি উপড়ে কয়েক লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন। খবর বিবিসির।

ফিলিপাইনের জনবহুল দ্বীপ লুসোনে আঘাত হানে শক্তিশালী টাইফুন ‘নোরু’। ম্যানিলা ও কেসোন ছাড়াও ফিলিপাইনের বেশ কিছু বড় শহর এ দ্বীপে অবস্থিত। এটি দেশটির পূর্ব দ্বীপপুঞ্জগুলোর কাছাকাছি গেছে।

ফিলিপাইনের আবহাওয়াবিদরা জানিয়েছেন, টাইফুনটি ‘তীব্র আকার ধারণ’ করার পর এটির বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ২৪০ কিলোমিটারেও ওপরে উঠেছে।

এ টাইফুন বা ঘূর্ণিঝড়টির প্রভাবে ভূমিধস, জলোচ্ছ্বাস এবং প্রচণ্ড ঝড় হতে পারে। রাজধানী ম্যানিলাতেও এর প্রভাব পড়বে।

ঝুঁকিতে থাকা সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়টির গতিপ্রতি ঘণ্টায় প্রায় ৯০ কিমি বেড়েছে।

ফিলিপাইনের সবচেয়ে বড় ও জনবহুল দ্বীপ লুজনে ৫ নাম্বার সতর্কতা জারি করা হয়েছে, যা সর্বোচ্চ সতর্কতা সংকেত।

এছাড়া দেশটিতে বিমান চলাচল এবং ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে। প্যাসিফিক অঞ্চলের দেশ ফিলিপাইনে ছোটবড় সাত হাজার দ্বীপ রয়েছে। যেগুলো ঝড়ের কারণে সবসময় ঝুঁকিতে থাকে।

প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বর মাসে ফিলিপাইনে আঘাত হানে শক্তিশালী টাইফুন রাই। সেবার প্রায় ৪০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন।

এন