শাহবাগ ও সায়েন্সল্যাব মোড় অবরোধের প্রস্তুতি শিক্ষার্থীদের
Share on:
কোটা প্রথা বাতিল চেয়ে সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে হাজির হচ্ছেন। এখান থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিবেন।
অপরদিকে, রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধের প্রস্তুতি হিসেবে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা কলেজের মূল ফটকের সামনে এসে হাজির হচ্ছেন।
সোমবার (৮ জুলাই) বিকেল তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এবং ঢাকা কলেজের মূল ফটকের সামনে শিক্ষার্থীদের হাজির হতে দেখা যায়।
সাইফুল ইসলাম নামের ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, আমরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেব। সড়ক অবরোধ করব। আমাদের সহপাঠী, ছোট-বড় ভাইয়েরা সবাই হাজির হলে বিকেল সাড়ে তিনটার আগে আমরা মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে হাজির হব। তারপর আন্দোলন শুরু হবে।
ফের অবরোধ করা হবে—এমন ঘোষণা দিয়ে এর আগে গতকাল রোববার (৭ জুলাই) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর শাহবাগ ছেড়ে দেন আন্দোলনকারীরা।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের চার দফা দাবি ছিল। এখন থেকে আমাদের দাবি একটাই, সব গ্রেডে বৈষম্যমূলক ও অন্যায্য কোটা বাতিল করে যৌক্তিকভাবে সংস্কার করতে হবে।
এ সময় আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আমাদের দাবি মেনে নেন, না হয় ১০০ শতাংশ কোটা দিয়ে দেন। ঘোষণা করে দেন—এটা কোটাধারীদের দেশ। আমাদের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘট চলবে। পাশাপাশি বাংলা ব্লকেড কর্মসূচিও চলবে।
রোববার বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে আলাদা ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন। পরে সেখান থেকে বিশাল মিছিল নিয়ে হলপাড়া, ভিসি চত্বর, টিএসসি হয়ে বিকেল পৌনে ৪টায় শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন।
অন্যদিকে সুফিয়া কামাল হল, অমর একুশে হল, শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা চানখারপুল অবরোধ করেন। তা ছাড়া ঢাকা কলেজ ও ইডেন কলেজ শিক্ষার্থীরা নিউমার্কেট-সায়েন্সল্যাব রোড অবরোধ করায় এই এলাকার সবকিছু স্থবির হয়ে পড়ে।
এসএম