ইনু হারলেও মহাজোটে প্রভাব পড়বে না : হানিফ
Share on:
১৪ দলীয় মহাজোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু নির্বাচনে হেরে যাওয়ায় জোটে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
সোমবার (৮ জানুয়ারি) সকালে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন হানিফ। এদিন কুষ্টিয়া-৩ আসনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মাহবুবউল আলম হানিফকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলীয় ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা।
মাহবুবউল আলম হানিফ বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে, আর বিএনপির শত বাধা সত্ত্বেও বিপুল মানুষ ভোটকেন্দ্রে গিয়েছেন, এর মাধ্যমেই জনগণ প্রমান দিয়েছেন তারা উন্নয়ন ও শান্তির পক্ষে।’
কুষ্টিয়া-২ আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী হাসানুল হক ইনুর পরাজয়ে জোটে কোনো প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘জনতার রায়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাদের রায় মেনে নেওয়া উচিত। এখানে ভোটাররা সিদ্ধান্ত দিয়েছে, অসন্তুষ্ট হওয়াটা যৌক্তিক হবে না। আর এতে জোটে কোনো প্রভাব পড়বে না। জোট আছে, থাকবে। এই ঐক্য অটুট থাকবে।’
অন্যদিকে, কুষ্টিয়া-২ আসনে নৌকা প্রতীকের জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে হারিয়ে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. কামারুল আরেফিন সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় উৎসবে মেতেছেন সর্বস্তরের মানুষ। সকালে মিরপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্য কামারুল আরেফিনকে ফুলেল শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা।
এ সময় কামারুল আরেফিন বলেন, কারো প্রতি হিংসার রাজনীতি নয়, মিরপুর-ভেড়ামারার মানুষের ভাগ্য উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন তিনি।
এনএইচ