tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ৩১ মার্চ ২০২২, ১২:৫৫ পিএম

প্রথম টেস্টে অনিশ্চিত শরিফুল


শরিফুল ইসলাম

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের আগে পেসার শরিফুল ইসলামকে ঘিরে অনিশ্চিয়তা তৈরি হয়েছে। তরুণ এই পেসার ছোটখাটো চোট সমস্যায় ভুগছেন।


তবে টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, শরিফুলে জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা কো হবে।  

অভিষেকের পর দ্রুতই শরিফুল তিন ফরম্যাটের দলে নিজের আসন পোক্ত করেছেন। দক্ষিণ আফ্রিকার মত কন্ডিশনে টেস্টে তিনি হতে পারেন অন্যতম মূল হাতিয়ার। তবে চোটের কারণে তাকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ দল।

শরিফুল ফিট থাকলে তাকে নিয়েই খেলতে নামবে বাংলাদেশ, জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

তিনি বলেন, ‘শরিফুলের একটু অস্বস্তি আছে। ফিজিও ও চিকিৎসক ওকে নিয়ে কাজ করছে। আজকের দিন গেলে বোঝা যাবে। ম্যাচের সকাল পর্যন্ত আমরা দেখব। চেষ্টা করব তাকে যত তাড়াতাড়ি ফিট করা যায়।’

তবে শরিফুলকে নিয়ে কোনোরকম ঝুঁকি নেবে না দল। সুজন বলেন, ‘ছোট ছোট ইঞ্জুরি নিয়ে ও খেলুক এটা আমি চাই না। আমাদের ভালো বোলার আরও আছে। শরিফুল মূল একজন বোলার, নিউজিল্যান্ডে ভালো করেছে। আমরাও চাই ওর জন্য অপেক্ষা করতে। তবে আমরা ঝুঁকি নিব না।’

এইচএন