tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২১ ডিসেম্বর ২০২১, ২২:০৩ পিএম

মেট্রোরেলের সপ্তম চালান মোংলা বন্দরে পৌঁছেছে


মংলা.jpg

বাংলাদেশের মোংলা বন্দরে মেট্রোরেলের সপ্তম চালান নিয়ে পৌঁছেছে থাইল্যান্ডের পতাকাবাহী জাহাজ ‘এসপিএম ব্যাংকক’।


বাংলাদেশের মোংলা বন্দরে মেট্রোরেলের সপ্তম চালান নিয়ে পৌঁছেছে থাইল্যান্ডের পতাকাবাহী জাহাজ ‘এসপিএম ব্যাংকক’।

আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে বন্দর কর্তৃপক্ষের সচিব ও হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বিকেলে বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে জাহাজটি।

থাই জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান জানান, এখন পর্যন্ত মোট ৭টি জাহাজে করে মেট্রোরেলের মোট ৬০টি বগি মোংলা বন্দর দিয়ে দেশে এসেছে।

আগামী মাসে আরও একটি চালান আসার কথা রয়েছে। সব মিলিয়ে ২০২২ সালের মধ্যে মেট্রোরেলের আরও ৯০টি বগি ও ইঞ্জিন আসবে।

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মাদ মুসা বলেন, বন্দরে মেট্রোরেলের ৮টি বগি এসে পৌঁছেছে। খুব দ্রুতই এসব সরঞ্জাম খালাস শেষ হবে।

মোংলা বন্দরের সক্ষমতা কয়েক বছরে বেশ বৃদ্ধি পেয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লিসহ মূল্যবান যন্ত্রাংশ মোংলা বন্দর দিয়ে এসেছে।

এইচএন