tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২৭ জুন ২০২২, ০৮:৩৭ এএম

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ২


Padma Bridge-2022

স্বপ্নের পদ্মা সেতুতে যানবাহন চলাচল শুরুর প্রথম দিনেই মো: আলমগীর হোসেন (২২) ও মো: ফজলু (২১) নামের দুই যুবক এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।


রোববার (২৬ জুন) রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গুরুতর আহত হয়ে দু’জন সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝখানে পড়ে আছেন। পরে তাদের প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢামেকে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তখন পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেছিলেন, ‌দুর্ঘটনার তথ্যটি জেনেছি। তবে খোঁজখবর নেয়া হচ্ছে।

প্রসঙ্গত, শনিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন রোববার ভোর ৬টা থেকে সব ধরনের যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেয়া হয়। মোটরসাইকেল দুর্ঘটনায় প্রথম দিনেই ঘটল প্রাণহানি।

এইচএন