tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ২৭ জুন ২০২২, ১২:০৬ পিএম

দেশে ফিরছেন রওশন এরশাদ


Raushan-Ershad-2022

থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসা শেষে আজ (২৭ জুন) দেশে ফিরছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।


রোববার (২৬ জুন) রওশন এরশাদের সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিরোধীদলীয় নেতা স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের ‘টিজি-৩২১’ বিমানযোগে থাইল্যান্ডের ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর হতে রওনা হয়ে বেলা ১২টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

এ সময় বিরোধীদলীয় নেতার দীর্ঘ চিকিৎসাকালে তার সঙ্গে অবস্থানকারী পুত্র রাহগীর আল মাহি (সাদ) এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদও ফিরে আসবেন।

প্রসঙ্গত, ৪ জুলাই রুটিন চেক-আপের লক্ষ্যে আবার ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন রওশন এরশাদ।

এইচএন