tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ১০ জুলাই ২০২৩, ১৯:০৮ পিএম

তথ্য ফাঁস হওয়া ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ: জামায়াত


জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেছেন, সম্প্রতি বাংলাদেশ সরকারের ওয়েবসাইট থেকে দেশের কোটি কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। যা অত্যন্ত স্পর্শকাতর এবং দেশের মানুষের ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। আমরা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।


সোমবার (১০ জুলাই) এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

এটিএম মা’ছুম বলেন, সরকারি তথ্য বিভাগ থেকে এভাবে দেশের নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার ঘটনা খুবই দুঃখজনক। জাতির কাছে আজ বিরাট প্রশ্ন সরকারি ওয়েবসাইট থেকে যদি এভাবে ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা থাকলো কোথায়? একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রয়োজনে যেমন তার ব্যক্তিগত তথ্য সরকারকে দিবেন, ঠিক তেমনি একজন নাগরিকের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাও সরকারের দায়িত্ব। অতএব এর দায়-দায়িত্ব সরকার কোনোভাবেই এড়াতে পারেন না।

অবিলম্বে দেশের নাগকিদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও তথ্য ফাঁস হওয়ার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

প্রেস বিজ্ঞপ্তি