tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৬ মে ২০২২, ১৯:৪৩ পিএম

এখনো কিয়েভ দখল করতে চায় রাশিয়া


রাশিয়া

রাশিয়া এখনো কিয়েভ দখল করতে চায়। বৃহস্পতিবার কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো এমন তথ্য জানিয়েছেন।


মেয়র ভিতালি ক্লিচকো বলেন, রাশিয়ার পরিকল্পনা হলো পুরো ইউক্রেন দখল করা। রাজধানী কিয়েভ হলো তাদের প্রধান লক্ষ্য।

বিশ্ব অর্থনৈতিক ফোরামে ক্লিচকো বলেন, এটি পরিস্কার রাশিয়া ইউক্রেনে কোনো ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে না। তারা আসলে ‘গণহত্যা’ চালাচ্ছে।

তিনি সতর্কতা দিয়ে বলেন, ইউক্রেন শুধুমাত্র তার সার্বভৌমতা রক্ষা করছে না, এরকম মনোভাবাপন্ন সব দেশকে রক্ষা করছে।

এ ব্যাপারে কিয়েভের মেয়র বলেন, আমরা শুধুমাত্র আমাদের পরিবারকে রক্ষা করছি না। আমরা আপনাদের সবাইকে রক্ষা করছি। আমরা আপনাদের রক্ষা করছি কারণ আমরা একই মনোভাবাপন্ন।

তিনি আরও বলেন, এ যুদ্ধ ইউরোপ ও পুরো বিশ্বের জন্য বিপজ্জনক।

কিয়েভের মেয়র বিশ্বনেতাদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য আহ্বান জানান। তিনি ইউক্রেনকে আরও রক্ষণাত্বক অস্ত্র দেওয়ার জন্য অনুরোধ করেন। তিনি জানান এ অস্ত্রগুলো তাদের দ্রুত প্রয়োজন। সূত্র: সিএনএন

এমআই