tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
প্রকাশনার সময়: ১৪ নভেম্বর ২০২১, ১১:০৭ এএম

এসএসসি পরীক্ষা শুরু, কেন্দ্রে অভিভাবকদের ভিড়


ssc.jpg

করোনা মহামারীর কারনে দীর্ঘ প্রায় ৯ মাস অপেক্ষার পর আজ রোববার শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।


করোনা মহামারীর কারনে দীর্ঘ প্রায় ৯ মাস অপেক্ষার পর আজ রোববার শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।

এসএসসি পরীক্ষা.jpg

আজ রোববার (১৪ নভেম্বর) সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার প্রস্তুতি নিয়ে কেন্দ্রে আসে শিক্ষার্থীরা। এসময় পরীক্ষা কেন্দ্রের বাইরে ছিল অভিভাবকদের ভিড়।

রাজধানী ঢাকার আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষা কেন্দ্রে সকালে গিয়ে এমন চিত্র দেখা যায়।

কারো ছেলে, কারো মেয়ে, আবার কারো নিজের ছোট ভাই-বোনসহ পরিবারের সদস্যরা পরীক্ষার্থীকে নিয়ে কেন্দ্রে আসেন। এতে করে বেড়ে যায় ভিড়।

বিসিএস আই আর হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জান্নাতুল মমকে পরীক্ষা দিতে নিয়ে আসেন তার বাবা মো. ইব্রাহিম।

জানতে চাইলে তিনি বলেন, মেয়েকে নিয়ে আসছি। একজন অভিভাবক তো থাকতে হবে। মেয়ে কখনো কান্না করেনি পরীক্ষা দিতে এসে।

এবার পরীক্ষার হলে ঢুকার সময় কেঁদে দিল। করোনার ঝুঁকি থাকলেও কিছু করার নেই।

এইচএন