tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৩ জুলাই ২০২৪, ২১:৪৯ পিএম

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত ইসরাইল


image-823846-1720021488

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয়, তবে তার জন্য প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে ইসরাইলি বাহিনী প্রস্তুত আছে। খবর আল-জাজিরার


গ্যালান্ট তার কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। এতে আরো বলা হয়, আমরা প্রতিদিন হিজবুল্লাহর ওপর কঠোর আঘাত হানছি এবং লেবাননে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে বা শক্তিশালী অবস্থান থেকে একটি সমঝোতায় পৌঁছাতে আমরা প্রস্তুত আছি। যদি দরকার হয়, তবে আমরা মাঠে নামব।

লেবানন-ইসরাইল সীমান্তে প্রায় প্রতিদিনই চলছে গোলাগুলি। এতে দেশ দুটির মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছেন।

বুধবারও লেবাননের একটি গাড়ি লক্ষ্য করে হামলা করেছে ইসরাইল। এতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক কমান্ডার নিহত হয়েছে। দক্ষিণ লেবাননের বৃহত্তম শহর টায়ারের একটি গাড়িতে হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

এর আগেও লেবাননের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে ইসরাইল। হিজবুল্লাহও ইসরাইলের বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে।

এমএইচ