tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৫ এএম

মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষ্যে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন


3864a997-cffb-4642-978f-eea00ce6403e

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে রক্তদানের কার্যক্রমকে স্কুল শিক্ষাথীদের মাঝে ছড়িয়ে দিতে গাংনগর সেচ্ছায় রক্তদান সংগঠনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২১ ফেব্রুয়ারি) বগুড়ার শিবগঞ্জ গাংনগর গালর্স স্কুল এন্ড কলেজে সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেন সংগঠনটি। এতে সভাপতিত্ব করেন গাংনগর বালিকা স্কুল এন্ড কলেজের সভাপতি মো. হাসানুল হক (কানন)।

এসময় সংগঠনটি সম্মাননা স্মারক প্রদান করেন প্রধান অতিথি এজিএম প্রভিটা কিড লিমিটেড, নির্বাহী পরিচালক ইজি কেয়ার ডায়গনেস্টিক এন্ড কনসালটেশন সেন্টার রংপুরের মো. আরিফ হোসেনকে।

সংগঠনটির উদ্দেশ্য : প্রথমত আমরা চাই অসহায় রোগী যেন ব্লাডের অভাবে মারা না যায় ব্লাড দিয়ে বা খুজে দিতে সাহায্য করে আমাদের সংগঠন। অসহায় মানুষ যাতে অভাবে না থাকে সেই জন্য তাদের এক বেলা খাওয়াতে পারে এই লক্ষে কাজ করতেছে আমাদের সংগঠন। ঈদের দিন অন্যান্য পরিবারের মতো পথ শিশুরা যেন নতুন পোশাক পরিধান করতে পারে সেই উদ্দেশ্য নিয়ে ও কাজ করতেছে আমাদের এই সংগঠন। প্রতিবছর বিভিন্ন স্কুল মাদ্রাসাতে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন নিয়ে কাজ করার পরিকল্পনা আছে। এতে করে ডোনার পাওয়ার সুবিধা আছে। বিভিন্ন দিবসে আমাদের সংগঠন বৃক্ষরোপন কর্মসূচি করার জন্য কাজ করে চলেছে। কুরবানি ঈদে অসহায় মানুষদের মাঝে প্রতিবছর মাংস বিতরণ করতে পারে সেই জন্য আমাদের সংগঠন কাজ করে যাবে।

সংগঠনের অতীতে কার্যকম ছিল, অসহায় মানুষদের মধ্যে খাদ্য বিতরণ, অসহায় মুমূর্ষ রোগীদের রক্তদান করে এসেছি বর্তমানে ও নিয়মিত করতেছি। এতিম বাচ্ছাদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ। অসহায় পথ শিশুদের ঈদের নতুন কাপড় বিতরণ। কুরবানি ঈদে অসহায় মানুষদের মাঝে মাংস বিতরণ। হাফেজিয়া মাদ্রাসার শিশুদের মাঝে কুরআন মাজিদ বিতরণ। পরিবেশ রক্ষার্থে বিভিন্ন জায়গাতে বৃক্ষ রোপনসহ গৃহহীন পরিবারকে আর্থিক ভাবে সাহায্য করে আসছি।

এনএইচ