সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে ন্যায়সঙ্গত সমাধান চায় জামায়াত
Share on:
সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে দেশের ছাত্র সমাজ এবং সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তার একটি ন্যায়সঙ্গত সমাধান খুঁজে বের করে ছাত্র-শিক্ষকদের আন্দোলনের অবসান ঘটানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
রবিবার (৭ জুলাই) এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান ।
তিনি বলেন, দেশের ছাত্র সমাজ সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল এবং পাবলিক বিশ্ববিদ্যায়ের শিক্ষকগণ সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ছাত্র ও শিক্ষকগণের আন্দোলনের ফলে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের লেখা পড়ায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। ছাত্র ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের দাবির অবশ্যই যৌক্তিকতা আছে।
তিনি আরও বলেন, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, সরকার ছাত্র ও শিক্ষকগণের দাবির প্রতি বরাবরই অবজ্ঞা প্রদর্শন করেই যাচ্ছে। আমরা মনে করি ছাত্র-ছাত্রী এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আলাপ-আলোচনা করে তাদের ন্যায়সঙ্গত দাবিগুলো মেনে নিয়ে আন্দোলনের অবসান ঘটনা প্রয়োজন।
অবিলম্বে দেশের ছাত্র সমাজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের সাথে আলাপ-আলোচনা করে তাদের ন্যায়সঙ্গত দাবি মেনে নিয়ে ছাত্র ও শিক্ষকগণের আন্দোলনের অবসান ঘটনোর জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
প্রেস বিজ্ঞপ্তি//এমএইচ