tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ০৭ জুলাই ২০২৪, ২০:১২ পিএম

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে ন্যায়সঙ্গত সমাধান চায় জামায়াত


1707489633.4688

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে দেশের ছাত্র সমাজ এবং সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তার একটি ন্যায়সঙ্গত সমাধান খুঁজে বের করে ছাত্র-শিক্ষকদের আন্দোলনের অবসান ঘটানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।


রবিবার (৭ জুলাই) এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান ।

তিনি বলেন, দেশের ছাত্র সমাজ সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল এবং পাবলিক বিশ্ববিদ্যায়ের শিক্ষকগণ সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ছাত্র ও শিক্ষকগণের আন্দোলনের ফলে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের লেখা পড়ায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। ছাত্র ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের দাবির অবশ্যই যৌক্তিকতা আছে।

তিনি আরও বলেন, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, সরকার ছাত্র ও শিক্ষকগণের দাবির প্রতি বরাবরই অবজ্ঞা প্রদর্শন করেই যাচ্ছে। আমরা মনে করি ছাত্র-ছাত্রী এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আলাপ-আলোচনা করে তাদের ন্যায়সঙ্গত দাবিগুলো মেনে নিয়ে আন্দোলনের অবসান ঘটনা প্রয়োজন।

অবিলম্বে দেশের ছাত্র সমাজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের সাথে আলাপ-আলোচনা করে তাদের ন্যায়সঙ্গত দাবি মেনে নিয়ে ছাত্র ও শিক্ষকগণের আন্দোলনের অবসান ঘটনোর জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

প্রেস বিজ্ঞপ্তি//এমএইচ