tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৩ মার্চ ২০২৪, ১১:৪৯ এএম

গাজায় ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা ৩২ হাজার ছাড়াল


image-788037-1711172497

ইসরাইলের হামলায় গাজা উপত্যকায় প্রতিদিনই বাড়ছে ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা। গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা ৩২ হাজার ৭০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৭৪ হাজার ২৯৮ জন।


শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

বিবৃতিতে আরও বলা হয়েছে, শুধু গত ২৪ ঘণ্টায় ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকায় নয়টি 'গণহত্যা' চালিয়েছে। এতে ৮২ জন নিহত এবং ১১০ জন আহত হয়েছেন।

'অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছে' বলেও জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা বলেছে, উদ্ধারকারীরা এখনো তাদের কাছে পৌঁছাতে পারেননি।

জাতিসংঘ জানিয়েছে, গাজায় ইসরাইলি হামলার কারণে এর ভূখণ্ডের ৮৫ শতাংশ জনসংখ্যা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। এ অঞ্চলের অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে ৬০ শতাংশ। খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র ঘাটতির মধ্যে আছে জনগণ।

এনএইচ