tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০০ পিএম

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে প্রাণ গেল দুই শিক্ষার্থীর


image_118730_1725614610

ঠাকুরগাঁওয়ে বিষাক্ত সাপের কামড়ে আদিত্য (৭) ও জান্নাত (১২) নামে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।


শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট সৈয়দপুর গ্রামে ও সালান্দর ইউনিয়নের ইয়াকুবপুরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বেলায়েত হোসেন।

নিহত জান্নাত (১২) বেগুনবাড়ি ইউনিয়নের সৈয়দপুর গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে ও আদিত্য (৭) সালন্দর ইউনিয়নের ইয়কুবপুর গ্রামের সনাতনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট সৈয়দপুর গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে জান্নাত প্রতিদিনের মতো বাড়িতে ঘুমিয়ে ছিল। হঠাৎ রাত ১২টার পর তাকে সাপ কামড় দেয়। এতে সে ব্যথা অনুভব করে। পরে ধীরে ধীরে সারা শরীরে বিষ উঠে যায়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় জান্নাত।

সে ওই এলাকার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণিতে পড়ত বলে জানিয়েছে তার পরিবার।

অন্যদিকে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ইয়াকুবপুর গ্রামের সনাতনের ছেলে আদিত্যকেও ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয়। পরে হঠাৎ আদিত্য বুঝতে পারে তাকে সাপে কামড় দিয়েছে। কামড় দেওয়ার পর বেশ কয়েকবার বমি করে। পরিবারের পক্ষ থেকে দ্রুত তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। পরে পথেই মারা যায় আদিত্য।

আদিত্য ওই ইউনিয়নের কালুক্ষেত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী ছিল।

ইউএনও বেলায়েত হোসেন বলেন, দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনেছি। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু কাম্য নয়। সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

এনএইচ