tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
অপরাধ প্রকাশনার সময়: ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫১ পিএম

মার্চে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন


হাইকোর্ট.jpg

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২০২৩ মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ ও ১৬ মার্চ।


বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২০২৩ মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ ও ১৬ মার্চ।

আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সংগঠনের বর্তমান সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

সমিতির সাবেক সম্পাদক ও জ্যেষ্ঠ অ্যাডভোকেট এ.ওয়াই. মসিউজ্জামানকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

গত বছরের ১২ মার্চের অনানুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) কার্যনির্বাহী কমিটির (২০২১-২০২২ সেশনের) নির্বাচনে সভাপতি পদে সাবেক আইনমন্ত্রী ও জ্যেষ্ঠ অ্যাডভোকেট আবদুল মতিন খসরু (পরবর্তী সময়ে করোনায় মারা যান) এবং সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ফের নির্বাচিত হন।

আবদুল মতিন খসরু আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে এবং রুহুল কুদ্দুস কাজল বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল থেকে নির্বাচিত হন।

এছাড়া নীল প্যানেল ৬টি পদে (সম্পাদক, একজন সহ-সভাপতি, একটি সহ-সম্পাদক ও তিন জন সদস্য) জিতেছিল। সাদা প্যানেল ৮টি পদে (সভাপতি, একজন সহ-সভাপতি, একজন সহ-সম্পাদক, কোষাধ্যক্ষ এবং চার জন সদস্য) জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল।

এইচএন