tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ২৯ ডিসেম্বর ২০২৩, ১১:১৩ এএম

নির্বাচনের নামে কানামাছি খেলা শুরু করেছে : আব্দুর রহমান মূসা


Pic-2 (1)

নির্বাচনকে প্রতিপক্ষহীন ও প্রতিদ্বন্দ্বিতামুক্ত রাখার জন্যই কেয়ারটেকার সরকারের গণদাবি উপেক্ষা করে নির্বাচনের নামে কানামাছি খেলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান মূসা।


শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর এক মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল পূর্ব থানা আয়োজিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমান মূসা বলেন, সারাদেশের মত রাজধানী ঢাকাতেও শীতের প্রকোপ বৃদ্ধি পেলেও শীতার্ত মানুষের দূর্দশা লাঘবে সরকারের কোন তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। তারা তামাশা ও ভাঁওতাবাজীর মাধ্যমে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্তু জামায়াত একটি গণতান্ত্রিক, আদর্শবাদী, গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক দল হিসাবে শীতার্ত মানুষের দূর্দশা লাঘবে সীমিত সামর্থ নিয়ে এগিয়ে এসেছে। কিন্তু রাষ্ট্রের প্রয়োজন ব্যক্তি বা সাংগঠনিক পর্যায়ে সমাধান করা সম্ভব নয়। তাই গণমানুষের সকল সমস্যা সমাধানে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার কোন বিকল্প নেই।

তিনি দেশকে ইসলামী আদর্শের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার আন্দোলনে শরীক হওয়ার জন্য সকলকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

তিনি বলেন, সরকার নিজেদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতেই দেশে একটি সুবিধাভোগী শ্রেণি তৈরি করেছে। তারা দেশের জনপ্রশাসন ও বিচারবিভাগসহ সকল জাতীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করে ফেলেছে।

উত্তরের ভারপ্রাপ্ত আমীর বলেন, এমনকি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে দাসপ্রবণ ও আত্মসম্মানহীন লোকদের নিয়োগ দিয়ে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। আর এজন্য বেছে নেওয়া হয়েছে নাম-পরিচয়হীন রাজনৈতিক দলকে। তাই সচেতন জনতা মাফিয়াতন্ত্রীদের পাতানো খেলায় কোনভাবেই পা দেবে না এবং সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকার ছাড়া দেশে যেকোন ধরনের নির্বাচন যেকোন মূল্যে রুখে দেবে। তিনি নির্বাচনের নামে চরদখলের মহড়া প্রতিহত করতে সকলকে ভোটদানে বিরত থাকার আহবান জানান।

ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও থানা সেক্রেটারি খন্দকার রুহুল আমীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল অঞ্চল পরিচালক হেমায়েত হোসাইন এবং ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার। উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য এ হোসেন ও আবু সাদিক প্রমুখ।

তেজগাঁও থানা উত্তর : তেজগাঁও থানা উত্তরের উদ্যোগে রাজধানীর একটি মিলনায়তনে স্থানীয় ইয়াতিম ছাত্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। থানা আমীর হাফেজ আহসান উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান মূসা। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য এবং প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার। উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি নাসিবুল হক, থানা কর্মপরিষদ সদস্য এনামুল হক ও সাইফুল ইসলাম প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি