tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩১ এএম

অভিন্ন স্বার্থ নিয়ে বৈঠক করেছে ঢাকা ও দিল্লি


untitled-11-17250423611-1727190680

অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠক করেছে বাংলাদেশ ও ভারত। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৭৯তম জাতিসংঘ সাধারণ অধিবেশের (ইউএনজিএ) সাইড লাইনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ বৈঠক করেছেন।


আজ মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে জানায়, বাংলাদেশ ও ভারতের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে এ আলোচনা হয়েছে।

আর বৈঠকের পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাঁর এক্স হ্যান্ডেলে জানান, মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে তিনি বৈঠক করেছেন। সেখানে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পেয়েছে।

৭৯তম ইউএনজিএতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলে পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন।

গত ২১ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার ইউএনজিএতে যোগ দেওয়ার বিষয়ে ঢাকায় এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা নিয়ে মো. তৌহিদ হোসেন জানিয়েছিলেন, জয়শঙ্করের সঙ্গে আমার দেখা হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত। ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে যে এক ধরনের টানাপোড়েন চলছে, এটা স্বীকার করতে হবে। সমস্যা সমাধান করতে হলে সমস্যার অস্তিত্ব অস্বীকার করলে চলবে না। আমরা অবশ্যই টানাপোড়েন দূর করার চেষ্টা করব। তবে সম্পর্কটা হতে হবে মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে। এর ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব, আমরা সেই চেষ্টাই করব।

এফএইচ