tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৪ জুলাই ২০২২, ১৬:৩৭ পিএম

শ্রীলঙ্কায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র


Julie_J._Chung,_U.S._Ambassador

মার্কিন যুক্তরাষ্ট্র শ্রীলঙ্কায় শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছে। বর্তমানে শ্রীলঙ্কার সবচেয়ে বিপর্যস্ত সময় যাচ্ছে। অর্থনীতি কার্যত ধ্বসে পড়েছে দেশটির। জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছে চরম ক্ষোভ ও হতাশা।


এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও বেশ চাপে রয়েছেন। তার কার্যালয় দখল করে নিয়েছে বিক্ষোভকারীরা।

শ্রীলঙ্কায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জুলি চুং এদিকে দেশটির সাংবিধানিক কাঠামো অনুযায়ী শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সব ধরনের সহিংসতার বিরোধী। বিপর্যস্ত এই দ্বীপরাষ্ট্রে আইনের শাসন বজায় রাখার আহ্বান জানান তিনি।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমরা সব ধরনের সহিংসতার নিন্দা জানাই এবং আইনের শাসনকে সমুন্নত রাখার আহ্বান জানাই। তিনি এক টুইট বার্তায় জোর দিয়ে বলেন, শ্রীলঙ্কার গণতান্ত্রিক ও সাংবিধানিক কাঠামোর মধ্যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর অপরিহার্য।

জবাবদিহিতা, স্বচ্ছতা এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জনগণের দাবি। উন্নত ভবিষ্যতের জন্য এসব বিষয় নিশ্চিত করতে হবে।

দেশে অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দলগুলোকে একত্রে কাজ করারও আহ্বান জানান জুলি চুং।

তিনি এক টুইট বার্তায় বলেন, দেশের উন্নতির জন্য এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে এমন সমাধান বাস্তবায়নের জন্য আমরা সব পক্ষকে একত্রে কাজ করার আহ্বান জানাচ্ছি।

এইচএন